নিজস্ব প্রতিবেদক: ভারত্তোলক মাবিয়া আক্তারের টোকিও অলিম্পিকে ওয়াইল্ড কার্ডের বিষয়টি নানা আলোচনা চলছিলো কয়েকদিনে থেকে। ৩০ জুন তার বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ছিল। গতকাল বুধবার অবশ্য বিষয়টির কোনে সিদ্ধান্তে আসেনি। ৫ জুলাই জানা যাবে বাংলাদেশের ভারত্তোলক আসন্ন টোকিও অলিম্পিকসে খেলতে পারবেন কি না।
বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ। এশিয়ান ভারোত্তোলন ফেডারেশনের পদেও রয়েছেন। বিশ্ব ভারত্তোলন ফেডারেশনেও রয়েছে যোগাযোগ। তিনিই মূলত মাবিয়ার কার্ডের বিষয়টি দেখভাল করছেন।
আজ বৃহস্পতিবার (১লা জুলাই) সকালে তিনি বলেন, ‘কালকের সভায় ওয়াইল্ড কার্ডের বিষয়টি নিষ্পত্তি হয়নি। ৫ জুলাই নিশ্চিত হওয়া যাবে কারা পাবেন কার্ড। দশটি ওয়াইল্ড কার্ড রয়েছে।’
দশটি ওয়াইল্ড কার্ডের মধ্যে মাবিয়ার একটি হওয়ার সম্ভাবনা কেমন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভাবনা রয়েছে এজন্য আমরা মাবিয়ার বিভিন্ন রেকর্ড, সাম্প্রতিক ইভেন্টে অংশ নেওয়ার ছবি পাঠিয়েছি।’ মাবিয়া উজবেকিস্তান এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি করোনা পরিস্থিতির জন্য। তিনি খেলতে পারলে ওয়াইল্ড কার্ড পাওয়া সহজ হতো।
এই সময় বেশ কঠিন বলে জানান মাবিয়া, ‘যে কাজই করি মন থাকে ওদিকে। কার্ড পাব তো। অনেক দিন হলো এভাবে অপেক্ষায়।’
২০১৬ রিও অলিম্পিকে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্বে খেলার সুযোগ পাননি মাবিয়া। টানা দুই সাফে স্বর্ণ জিতে মাবিয়া এখন অলিম্পিকে খেলার অপেক্ষায় প্রহর গুণছেন।
সাননিউজ/এএসএম