ক্রীড়া ডেস্ক : আজ ২০২১ সালের ৩০ জুন। রাত ১২টার সময় শেষ হবে লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ। এর মাধ্যমেই শেষ হবে তাদের দীর্ঘ ২০ বছরের সম্পর্ক। তবে এ চুক্তির নবায়ন না হলে কাল থেকে তিনি ফ্রি থাকবেন। বিনামূল্যে অথবা যেকোনো মূল্যে তাকে দলে টানতে পারবে যে কোনো ক্লাব!
স্প্যানিশ সময় অনুসারে আজ রাত ১২টায় তার চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা। তবে বিষয়টা বাস্তবতায় রূপ নেবে না, যদি না মেসির সঙ্গে শেষ মুহূর্তে চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে বসে বার্সা।
মেসির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে- এমন তথ্য মাসখানেক আগে ফাঁস করেছিল কাতারভিত্তিক সংবাদ মাধ্যম বেইন স্পোর্টস। তবে তারপর এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আসেনি চুক্তি নবায়নের ঘোষণা।
বার্সেলোনায় থাকার জন্য পূর্বশর্ত জানিয়ে দিয়েছিলেন মেসি। বারবার বলে এসেছিলেন শক্তিশালী দল গঠনের কথা। করোনা মহামারি ও চলমান আর্থিক মন্দা মাথায় রেখে সাধ্য মতো সে শক্তিশালী দল গঠনের চেষ্টাও করে যাচ্ছে।
তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে কোপা আমেরিকা। যা শেষ হবে আগামী ১২ জুন। এর আগে মেসির বার্সেলোনায় আসা সম্ভব নয়। আর করোনা মহামারির কারণে বার্সেলোনা প্রতিনিধিরা যেতে পারছেন না লাতিন আমেরিকায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, মেসির চুক্তি নবায়নের প্রক্রিয়া থমকে আছে সে কারণেই।
পরিস্থিতি বদলে না গেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো আগামী ৯ ঘণ্টা পর মেসি হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তবে বার্সেলোনা তাকে পরেও দলে ভেড়াতে পারবে। তখন অবশ্য সেটা আর ‘চুক্তি নবায়ন’ থাকবে না, বিষয়টা হয়ে দাঁড়াবে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে দলে ভেড়ানো।
মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা শুরু হয়েছিল প্রায় ২০ বছর আগে। ২০০০ সালের ডিসেম্বরে এক পেপার ন্যাপকিনে সই করিয়ে তাকে বার্সেলোনার করে নিয়েছিলেন তৎকালীন কাতালান প্রতিনিধিরা। সেই যে শুরু, তারপর থেকে ২০ বছরে আর এক মুহূর্তের জন্যও ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়নি তার। প্রতি বারই চুক্তি শেষ হওয়ার অনেক আগেই নতুন চুক্তিতে সই করিয়েছিল বার্সা।
সাননিউজ/এমএইচ