স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ১ রানে পরাজয়বরণ করতে হলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। ২০ ওভারে ১৬৮ রানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলো ক্যারিবিয়ানরা। তাদের রাশ টেনে ধরে সহজ ম্যাচকে রূদ্ধশ্বাস ম্যাচে পরিণত করে প্রোটিয়ারা।
ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তাবরিজ শামসি। দক্ষিণ আফ্রিকান বাঁ-হাতি লেগ স্পিনারের বল সামাল দিতেই পারছিল না ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৬ রান দেওয়া শামসি মঙ্গলবার (২৯ জুন) আরও ভয়ংকর হয়ে উঠেছিলেন।
যার ফলস্বরূপ মাত্র ১ রানে ম্যাচ হারেন রাসেল-পোলার্ডরা। ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
গ্রানাডার সেন্ট জর্জে ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্টি ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রোটিয়ারা স্কোর বোর্ডে তোলে ১৬৭ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। অন্যদিকে তাবরিজ শামসি ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে নেন ২টি উইকেট। ফলে ১৬৬ রানেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
সান নিউজ/ এমএইচআর