স্পোর্টস ডেস্ক : ইউরো কাপের দ্বিতীয় রাউন্ড শেষে টুর্নামেন্টে টিকে আছে আর মাত্র ৮টি দল। এই দলগুলো নিয়ে আগামী শুক্রবার (২ জুন) শুরু হবে কোয়ার্টার ফাইনাল।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও স্পেন। ম্যাচটি হবে শুক্রবার (২ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায়। একইদিন দিবাগত রাত ১টায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি। পরদিন খেলা হবে ডেনমার্ক ও চেক রিপাবলিকের মধ্যে। এদিন দিবাগত রাত ১টায় ইংল্যান্ড ও ইউক্রেনের ম্যাচ দিয়ে শেষ হবে ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল।
চার ম্যাচের জয়ী দলকে নিয়ে আগামী ৬ ও ৭ জুলাই হবে সেমিফাইনালের লড়াই। আসরের ফাইনাল ম্যাচটি হবে আগামী ১১ জুলাই (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।
ইউরো কোয়ার্টারে কে খেলবে কার বিপক্ষে-
প্রথম কোয়ার্টার ফাইনাল : সুইজারল্যান্ড বনাম স্পেন, ২ জুলাই রাত ১০টা
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল : বেলজিয়াম বনাম ইতালি, ২ জুলাই দিবাগত রাত ১টা
তৃতীয় কোয়ার্টার ফাইনাল : চেক রিপাবলিক বনাম ডেনমার্ক, ৩ জুলাই রাত ১০টা
চতুর্থ কোয়ার্টার ফাইনাল : ইউক্রেন বনাম ইংল্যান্ড, ৩ জুলাই দিবাগত রাত ১টা
সান নিউজ/ এমএইচআর