স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। জার্মানির বিদায়। রোমাঞ্চকর ম্যাচে ২-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।
ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ জুন) শেষ ষোলোর ম্যাচে মাঠে নামে দুই দল। ৯ শট নিয়ে গোলমুখে ৩টি করতে পারে জোকিয়াম লোর শিষ্যরা। তবে ইংল্যান্ড ৫ শটের ৪টিই গোলমুখে রাখতে পারে। যেখান থেকে দুটিতে সফল হয় দলটি। গোল দুটি করেন রাহিম রাহিম স্টার্লিং ও হ্যারি কেইন।
জার্মানি শুরুতেই ইংল্যান্ড শিবিরে ভয় ধরায়। ম্যাচের ৩য় মিনিটে জোসুয়া কিমিখের বাই লাইন ক্রস হেডের মাধ্যমে সামাল দেন কাইল ওয়াকার। এ যাত্রায় বেঁচে যায় ইংলিশরা।
খেলার ১৩তম ও ১৭তম মিনিটে সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তবে গোলে পরিণত করতে পারেরি। ৩৩তম মিনিটে লিড নেওয়ার সুযোগ পায় জার্মানি। তবে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দারুণভাবে সেভ করেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে বড় সুযোগ পায় ইংল্যান্ড। রাহিম স্টার্লিং দৌড়ে বল নিয়ে পাস দেন কেইনের দিকে। তবে তার নিয়ন্ত্রণহীন পাস সাকার দিকে গেলেও প্রতিপক্ষের ডিফেন্ডাররা সহজেই ক্লিয়ার করে দেন।
ম্যাচের দ্বিতীয়াধে আক্রমণ বাড়ায় ঘরের মাঠে খেলতে নামা ইংল্যান্ড। ফলে খেলার ৭৫তম মিনিটে স্টার্লিংয়ের গোলে লিড নেয় দলটি। ইংলিশরা ১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে। খেলার বাকি সময় দুদল বেশ কয়েকটি চেষ্টা করলেও আর গোল হয়নি।
সান নিউজ/এমআর