স্পোর্টস ডেস্ক: শুরুতেই আত্মঘাতী গোলে স্পেনকে পিছিয়ে দেন গোলরক্ষক। এরপরই রূপ বদলায় দলটি। চলে এক আধিপত্য। একে একে তিন গোল। ক্রোয়েশিয়াও পা গুটিয়ে রাখেনি, আরও দুই গোল করে ৩-৩ এ ফেরে সমতায়। এরপর আসে নাটকীয় মুহূর্ত এবং শেষ আট নিশ্চিত করে লুইস এনরিকের শিষ্যরা।
এমন রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন।
সোমবার (২৮ জুন) কোপেনহেগেনর পারকেন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়া লা রোহাদের হয়ে একটি করে গোল করেন পাবলো সারাবিয়া, সেসার আসপিলিকুয়েতা, ফেরান তোরেস, আলভারো মোরাতা ও মিকেল ওইয়ারসাবাল। আর ক্রোয়েশিয়ার হয়ে একটি করে গোল করেন মিসলাভ ওরসিচ ও মারিও পাসালিচ।
আক্রমণাত্মক শুরু করা স্পেন ম্যাচের প্রথমেই বেশ কয়েকটি সুযোগ পায়। তবে তা থেকে গোল আদায় করে নিতে পারেনি। ২০তম মিনিটে উল্টো গোল হজম করে বসে। পেদ্রির ব্যাকপাস থেকে গোলরক্ষক উনাই সিমনের হাস্যকর ভুলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। বল ঠিকমতো রিসিভ করতে না পারায় জালে জড়ায়।
৩৮তম মিনিটে সমতায় ফেরে স্পেন। ৫৭তম মিনিটে ও ৭৭তম মিনিটে ৩–১ গোলে এগিয়ে যায় ইউরোর তিনবারের চ্যাম্পিয়নরা। ৮৫তম মিনিটে বদলি খেলোয়াড় মিসলাভ ওরসিচের গোলে ব্যবধান কমায় ক্রোয়েশিয়া। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা ফেরে ক্রোয়াটরা। কিন্তু আর ছাড় দেয়নি স্প্যানিশরা। প্রথমার্ধেই ৩ মিনিটের ব্যবধানে দুটি গোল করে জয় নিশ্চিত করে ফেলে দলটি।
সান নিউজ/এমআর