স্পোর্টস ডেস্ক: সময় বেশি একটা নেই। বিশ্বকাপের চলে আসছে সামনে। এ মুহূর্তেও করোনার সংক্রমণ কমছে। করোনাভাইরাস কারণে টালমাটাল অবস্থা ভারতে। ফলে একটা গুঞ্জন ছিলই বিশ্বকাপ সরে গিয়ে আরব আমিরাতে হওয়ার। সে গুঞ্জনই সত্যি হতে চলেছে।
এবার নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর প্রধান সৌরভ গাঙ্গুলি।
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে স্থানান্তরিত হচ্ছে। আমরা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বিষয়টি জানিয়ে দিয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
দিন কয়েক আগে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছিল বিষয়টি। তবে তখন আইসিসি বা বিসিসিআই এ বিষয়ে কিছুই জানায়নি। সেখানে আরও বলা হয়েছিল বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে আগামী ১৭ অক্টোবর, আইপিএলের ফাইনালের এক দিন পরই।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ৫ বছর পর। এখানে খেলবে ১৬টি করে দল। র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে খেলার। আর বাকি দশ দল থেকে চারটে দলকে উঠে আসতে বাছাইপর্ব খেলে, সে বাছাইপর্বই মাঠে গড়াবে ১৭ অক্টোবর থেকে।
বাছাইপর্বে খেলে আসতে হবে বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দলকে। এখানে তাদের প্রতিদ্বন্দ্বী থাকবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি।
এখান থেকে চার দল উঠে যাবে সুপার টুয়েল্ভ রাউন্ডে। আবুধাবি, দুবাই ও শারজায় অনুষ্ঠেয় এই রাউন্ডে ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য। এই রাউন্ড শুরু হবে আগামী ২৪ অক্টোবর।
সাননিউজ/এএসএম