খেলা

সমালোচনার মুখে মারাকানার সংস্কারের কাজ

স্পোর্টস ডেস্ক: চলতি কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের ভেন্যু মারাকানার স্টেডিয়াম। এবার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মারাকানার স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ। এই উদ্যোগ নিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

শনিবার তারা ফাইনাল ম্যাচের আগে মাঠ সংস্কারের ঘোষণা দিয়েছে।

আগামী ১০ জুলাই মারাকানায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচ। যদিও টুর্নামেন্টের জন্য নির্ধারিত অন্য মাঠগুলোর অবস্থা নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে।

টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে কোপা আমেরিকার আয়োজক স্বত্ব লাভ করে ব্রাজিল। মারাকানার পিচ জরাজীর্ন হয়ে পড়ায় রিও’র নিল্টন সান্তোস স্টেডিয়ামে ৭টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন আয়োজকরা। তবে টুর্নামেন্টের সুচনালগ্ন থেকেই বেহাল পিচ নিয়ে সমালোচনা জোরদার হতে থাকে।

কুইয়াবার এ্যারেনা পান্তানালও গ্রুপ পর্বের বাড়তি একটি ম্যাচের আয়োজন করবে। সেটিও অব্যবহৃত ও ডেবে যাওয়া পিচ। যা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

পিচ নিয়ে আয়োজকদের সমালোচনায় লিপ্ত নেইমার, মেসি ও অন্য ফুটবল তারকাদের সঙ্গে সম্প্রতি যোগ দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে। ২০১৬ সালের অলিম্পিকে ট্র্যাক এন্ড ফিল্ডের মাঠ হিসেবে ব্যবহৃত নিল্টন সান্তোস এর পিচটি নিয়মিত ভাবে ব্যবহার করে স্থানীয় ক্লাব বোটাফোগো। যারা বর্তমানে দেশটির দ্বিতীয় বিভাগে খেলছে।

গত বৃহস্পতিবার কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় নিশ্চিত করার পর ব্রাজিলীয় কোচ বলেন,‘ ওই পিচটি ছিল ‘অগ্রহনযোগ্য’। টুর্নামেন্ট আয়োজকদের বিপক্ষে ওই সমালোচনার জেরে তাকে গুনতে হয়েছে জরিমানা। পরের দিনেই ওই বক্তব্যের জন্য তিতের বিরুদ্ধে ৫হাজার মার্কিন ডলার জরিমানা করে কনমেবল।

রাজনৈতিক অস্থিরতা ও করোনা মহামারির সংক্রমন বেড়ে যাওয়ার জেরে কলম্বিয়া ও আর্জেন্টিনা টুর্নামেন্টের আয়োজন থেকে সরে দঁাড়ালে ব্রাজিলকে আয়োজনের দায়িত্ব দেয় কনমেবল।

তবে তিতের সমালোচনার কয়েক ঘন্টার মধ্যেই একটি ভিডিও প্রকাশ করে কনমেবল। যেখানে মারাকানার সংস্কারের চিত্র ফুটে উঠে। কৃষিবিদ মেরিস্টেলা কুহন বলেন, ফুটবল সংস্থার ‘অল্প সময়ে ভাল ফল’ পাবার উদ্দেশ্যটি দুর্দান্ত। তিনি বলেন, এটি একটি চমৎকার ধারণা। কারণ সেখানে (কোপা আমেরিকার) একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে।

গত ১৭ জুন পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয় লাভ করার পর ব্রাজিলের অধিনায়ক নেইমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, দয়া করে মাঠের গর্ত ঠিক করুন। নেইমারের বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে পেরুর গোল রক্ষক পেড্রো গ্যালেসে বলেন, মাঠের অবস্থা খুবই জরাজীর্ন। একটি গোলকিকও নেয়া যায় না। বল ডুবে যায়।

এর তিনদিন আগে মেসি বলেছিলেন, এই মাঠ খুব একটা সহযোগিতা করছে না। যে স্টেডিয়ামে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। তার কোচ লিওনেল স্কালনির বক্তব্য ছিল আরো কঠিন। তিনি বলেন, এটি অন্য কোন খেলার পিচ ছিল। ফুটবলের নয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে...

বিশ্বের শীর্ষ ধনকুবের ৩০২৮ জন

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে সেলিম এর নগদ অর্থ, খাবার প্রদান

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫নং বালার হাট ইউনিয়নের ক...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

চিপসে রং ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে স...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা