স্পোর্টস ডেস্ক : ইউরো কাপের আয়োজকরা মুসলিম ফুটবলারদের সামনে মদের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিখ্যাত ইংরেজি সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত ১৫ জুন (মঙ্গলবার) জার্মানির বিপক্ষে ১-০ গোলে জয়ের পর ফ্রান্সের হয়ে সংবাদ সম্মেলনে আসেন পগবা। টেবিলে বসে কোক ও পানির বোতলের সঙ্গে একটি হেইনেকেন বিয়ারের বোতল দেখতে পান। যা তিনি নিচে নামিয়ে রেখে সংবাদ সম্মেলনে মনোযোগ দেন। মূলত নিজের ধর্মীয় বিশ্বাস থেকেই এ কাজটি করেছিলেন পগবা।
সামনের দিনগুলোতে মুসলিম ফুটবলারদের সামনে বিয়ারের বোতল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ইউরো কাপের আয়োজকরা। এজন্য আগেই দলগুলোকে জিজ্ঞেস করে নেয়া হবে, সংবাদ সম্মেলনে কোন খেলোয়াড় আসছেন এবং সামনে হেইনেকেন বিয়ারের বোতল থাকলে তার সমস্যা আছে কি না।
সান নিউজ/ এমএইচআর