খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুটটা এখন নিউজিল্যান্ডের কাছে। শত কোটি ভারতীয়কে হতাশায় ডুবিয়ে তারা কেড়ে নিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুটটি। হয়তো এই মুকুটটি নিয়ে নিশ্চয়ই অতীতের অনেক কষ্ট ভোলার চেষ্টা করছে নিউজিল্যান্ড।

সাউদাম্পটনে বিরাট কোহলির ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড এখন ক্রিকেটের সবচেয়ে ধ্রুপদি সংস্করণের ‘বিশ্ব চ্যাম্পিয়ন’। অভিজাত ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো কিউইরা। তবে তাদের এই যাত্রা মোটেও সহজ ছিল না।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পাঁচ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছিল কেইন উইলিয়ামসনের দল। সেই তারাই আবার দুর্দান্ত প্রত্যাবর্তনে সবার আগে নিশ্চিত করেছিল ফাইনালের টিকিট। আর সেই ধারাবাহিকতা ধরে বুধবার ফাইনালে হারিয়েছে শক্তিশালী ভারতীয় দলকে।

ফাইনালে ওঠার পথে পাঁচটি টেস্ট সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। যেখানে তারা জিতেছে তিনটি, ড্র আর পরাজয় একটি করে সিরিজে। এই পাঁচ সিরিজের ১১ ম্যাচের মধ্যে ৭টি জিতেছিল কিউইরা, হেরেছিল অন্য চারটি। ফাইনালসহ মোট ৮টি টেস্ট জিতে বিশ্বচ্যাম্পিয়নের তকমা পেয়েছে উইলিয়ামসনের দল।

একনজরে দেখে নেয়া যাক নিউজিল্যান্ডের টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যাত্রা

নিউজিল্যান্ড ১-১ শ্রীলঙ্কা (আগস্ট, ২০১৯)

২০১৯ সালের আগস্টে শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছিল কিউইরা। সেই সফরের প্রথম টেস্টে ৬ উইকেটে হেরে যায় তারা। তবে পরের ম্যাচে টম লাথাম (১৫৪) ও বিজে ওয়াটলিংয়ের (১০৪*) সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ম্যাচ জিতে নেয় ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে।

দুই ম্যাচের সিরিজ হওয়ায় ৬০ পয়েন্ট নিয়ে বাড়ি ফেরে নিউজিল্যান্ড। শতাংশের হিসেবে যা ৫০ শতাংশ। পরবর্তীতে এটি তাদের জন্য বড় সহায়ক হয়ে ওঠে।

নিউজিল্যান্ড ০-৩ অস্ট্রেলিয়া (ডিসেম্বর-জানুয়ারি, ২০১৯-২০)

প্রথম সিরিজ থেকে মূল্যবান ৬০ পয়েন্ট পেলেও, দ্বিতীয় সিরিজটি রীতিমতো ভৌতিক ছিল কিউইদের। ২০১৯ সালের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন ম্যাচের সবকয়টিতে হেরে যায় নিউজিল্যান্ড। ফলে সিরিজ শেষে তাদের পয়েন্টের হার কমে গিয়ে দাঁড়ায় শতকরা ২৫ শতাংশ।

নিউজিল্যান্ড ২-০ ভারত (ফেব্রুয়ারি, ২০২০)

দুই সিরিজের কোনোটিই না জেতা নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে বেছে নেয় ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজটি। সেই সিরিজের দুই ম্যাচেই ভারতকে হারায় তারা। প্রথমে ওয়েলিংটন টেস্টে ১০ উইকেটে জেতে নিউজিল্যান্ড। পরের ম্যাচে তাদের জয়ের ব্যবধান ছিল ৯ উইকেটে।

ভারতের বিপক্ষে এ সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের পয়েন্ট বেড়ে হয় ১৮০ এবং শতকরা হিসাবে তা দাঁড়ায় ৫০ শতাংশে।

নিউজিল্যান্ড ২-০ ওয়েস্ট ইন্ডিজ (ডিসেম্বর, ২০২০)

করোনাভাইরাসের কারণে ওলটপালট হয়ে যায় ক্রিকেট সূচি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপে ফেরে নিউজিল্যান্ড। সেই সিরিজের দুইটি ম্যাচই জেতে কেইন উইলিয়ামসনের দল। প্রথম ম্যাচে ইনিংস ও ১৩৪ রান এবং দ্বিতীয়টিতে জয়ের ব্যবধান ছিল ইনিংস ও ১২ রানের।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর নিউজিল্যান্ডের পয়েন্ট হয় ঠিক ৩০০ এবং শতকরার হিসেবে তা বেড়ে দাঁড়ায় ৬২.৫০ শতাংশে। এই সিরিজের পরই মূলত উজ্জ্বল হয় নিউজিল্যান্ডের ফাইনাল খেলার সম্ভাবনা।

নিউজিল্যান্ড ২-০ পাকিস্তান (ডিসেম্বর-জানুয়ারি, ২০২০-২১)

শ্রীলঙ্কার মাটিতে শুরু হয় নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। আর ফাইনালের ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ সিরিজ খেলে তারা। যেখানে দুই ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জেতে কিউইরা এবং পেয়ে যায় ফাইনালের টিকিট।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ম্যাচে ১০১ রানের বড় ব্যবধানে জেতে স্বাগতিকরা। পরে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের উড়িয়ে দিয়ে ইনিংস ও ১৭৬ রানের বড় ব্যবধানে জয় লাভ করে তারা। যার সুবাদে সবমিলিয়ে পয়েন্ট হয় ৪২০ এবং শতকরা হার দাঁড়ায় ৭০ শতাংশে। যার ফলে টেবিলের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছায় তারা।

আর বৃষ্টিবিঘ্নিত ছয়দিনের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে তাদের জয়ের গল্প তো এখনও তরতাজা সবার সামনে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

বিরলে রাস্তা নির্মাণ নিয়ে দন্দ্ব

দিনাজপুর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তেঘরা মহেশপুর মৌজার সরকারপাড়ায় একটি...

চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা