স্পোর্টস ডেস্ক:
মহামারি করোনার সংকটময় অবস্থায় গরিব-দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে সাকিব আল হাসান তার প্রিয় ব্যাট নিলামে তুলেছেন। এবার সাকিবের দেখানো পথ অনুসরণ করছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দেশের ইতিহাসে প্রথম কোনো বিশ্বকাপের শিরোপা জেতা দলের অধিনায়ক নিজের ফেসবুক পেজে বলেছেন, গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের জার্সি ও যে ব্যাটিং গ্ল্যাভস পরে ফাইনাল ম্যাচে ব্যাট করেছেন সেগুলো গরিবদের সাহায্যে নিলামে তুলবেন।
নিলামে তোলার ঘোষণা দিয়ে আকবর আজ ফেসবুকে লিখেছেন, 'নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সংকটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১.ফাইনালের ম্যাচ জার্সি, ২.ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।'
বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এরই মধ্যে ক্রিকেটারদের কল্যাণ সমিতির (কোয়াব) তহবিলে আর্থিক অনুদান দিয়েছে। দলের অধিনায়ক হিসেবে আকবর নিলামে জার্সি ও ব্যাটিং গ্লাভস তোলার সিদ্ধান্ত নিয়ে এ সংকটে যুবাদের সামনে থেকেই যেন নেতৃত্ব দিতে চাইলেন।
সান নিউজ/ আরএইচ