ক্রীড়া ডেস্ক : ব্যাট-প্যাড রেখে বাংলাদেশের আকরাম খান, খালেদ মাহমুদ সুজনরা ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তারা। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় তারকারাই অবসরের পর ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদ সামলেছেন।
এবার ড্যারেন স্যামিও ঢুকছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের স্বাধীন নন মেম্বার ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। গত ১৭ জুন বোর্ডের বৈঠকে স্যামির পরিচালক হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
আন্তর্জাতিক অঙ্গনে ১৪ বছর কাটিয়েছেন স্যামি। বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলেছেন অসাধারণ ব্যক্তিত্ব ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এ ক্রিকেটার। তার প্রতি সম্মানে সেন্ট লুসিয়া স্টেডিয়াম নামকরণও করা হয়েছে।
দুটি মৌলিক বিষয়ে জোর দিয়ে স্যামিকে নিয়োগ করা হয়েছে। প্রথমত, শেষ দুই বছরের ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কৌশলগত দিক পরিবর্তন এবং সঠিক ক্রিকেট নীতি প্রয়োগ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিশ্বাস, স্যামির অন্তর্ভূক্তি তরুণদের ক্রিকেট খেলায় বাড়তি আগ্রহ দেখাবে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কারিট বলেন,‘স্বাধীন নন-মেম্বার পরিচালক হিসেবে আমরা ড্যারেন স্যামিকে পেয়ে আনন্দিত। আশা করছি তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।’
নতুন দায়িত্বে স্যামিও উচ্ছ্বসিত,‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক হওয়া গৌরবে। আমি সম্মানিত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হয়ে অবদান রাখতে পারার এটি আরেকটি অধ্যায়। আশা করছি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে সাজাতে পারব। যে কাজটা আমি করতে ভালোবাসি সেই কাজে নিজেকে যুক্ত রাখতে পেরেছে আমি খুশি।’
সান নিউজ/এসএম