স্পোর্টস ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে জায়গা পেতে শঙ্কায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে পর্তুগিজ বাহিনী।
ইউরো ২০২১-এ হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলে দারুণ শুরুর পর জার্মানদের বিপক্ষে অসহায় পরাজয় বরণ করে রোনালদোরা।
আগামী ২৪ জুন বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে পর্তুগালকে।
অন্যদিকে, বিশ্বকাপ জয়ীদের বিপক্ষে জয়ের বিকল্প নেই ফার্নান্দো সান্তোসের শিষ্যদের। হারলেই বাদ এমন সমীকরণের ম্যাচে রোনালদোরা জয় না পেলে জার্মান-হাঙ্গেরির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। সেখানে জার্মানরা ড্র করলে বা জিতলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে তাদের।
আর ফ্রান্সের বিপক্ষে জয় পেলে এবং অন্য ম্যাচে জার্মানরা হেরে গেলে গ্রুপ সেরা হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে পর্তুগাল। তবে ফ্রান্সের বিপক্ষে হার বা ড্র করলে বেশ ঝামেলায় পড়বে পর্তুগিজরা।
সান নিউজ/ এমএইচআর