স্পোর্টস ডেস্ক: কেবলমাত্র করোনা ভাইরাসের টিকা গ্রহণকারীরাই গ্যালারিতে বসে কাতার বিশ্বকাপ দেখার অনুমতি পাবে। বিষয়টি মাথায় রেখে বিশ্বকাপ শুরুর আগেই ১০ লাখ ডোজ টিকা মজুদের পরিকল্পনা করছে দেশটি।
কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি রোববার আশা প্রকাশ করেন, বিশ্বকাপ শুরুর আগেই হয়তো অনেক দেশ তাদের নাগরিকদের টিকার আওতায় আনতে পারবে। এরপরও আগত দর্শকদের কথা মাথায় রেখে টিকার ডোজ মজুদের বিষয় নিয়ে কাজ করছি আমরা।
চলতি বছরের ডিসেম্বরে কাতারের দোহায় হবে ২০২১ আরব কাপ। বিশ্বকাপের জন্য দেশটি কতটা প্রস্তুত তার একটা ধারণা এই টুর্নামেন্ট থেকে পাওয়া যাবে বলে বিশ্বাস শেখ খালিদের।
তিনি জানান, অধিকাংশ স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। তিনটির কাজ এখনও চলছে। এর মধ্যে একটি লুসাইল স্টেডিয়াম, যেখানে হবে বিশ্বকাপের ফাইনাল। স্টেডিয়ামটির কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে।
সান নিউজ/এমএইচআর