স্পোর্টস ডেস্ক:
সাকিবের সঙ্গে যোগাযোগ করা সেই জুয়াড়ি দীপক আগারওয়ালকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২৯ এপ্রিল বুধবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
তবে সেখানে সাকিব সম্পর্কিত কিছু উল্লেখ না করে আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের কথা জানানো হয়েছে।
গত বছরের অক্টোবরে এই জুয়াড়ির প্রস্তাব গোপন রাখার অভিযোগে শর্তসাপেক্ষে দুই বছরের জন্য নিষিদ্ধ হন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ২০১৮ সালের টি-টেন লিগে সিন্ধি ফ্র্যাঞ্চাইজির মালিকদের একজন দীপক আগারওয়ালকে আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের কারণে সব ধরণের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলো।
দীপকের বিরুদ্ধে আইসিসি দুর্নীতি বিরোধী আইনের ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ এনেছে। বিবৃতিতে বলা হয়- আইসিসির অনুসন্ধানে সাহায্য না করার পাশাপাশি তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র নষ্ট করেছেন দীপক।
এ ব্যাপারে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, জনাব আগারওয়াল আমাদের তদন্তে বাধা সৃষ্টি করেছে এবং এটি একবার নয় কয়েকবার। তাই আকসু সবকিছু বিচার বিবেচনা করে তাকে এই শাস্তি দিয়েছে।
এর আগে সাকিবের সঙ্গে কয়েকবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন দীপক আগারওয়াল। তবে সাকিব এ ব্যাপারে আইসিসিকে কিছু জানাননি।
তাই এই অলরাউন্ডারকে এক বছরের স্থগিতাদেশসহ দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সান নিউজ/সালি