ক্রীড়া ডেস্ক: প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে অলিম্পিকে খেলার অনুমতি পেলেন নিউজিল্যান্ডের লরেল হাবার্ড। বেশ বিতর্ক ও সমালোচনা শেষে অলিম্পিকে খেলার অনুমতি পেলেন তিনি।
আগামী টোকিও অলিম্পিকে নারীদের ভারোত্তোলন ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন হাবার্ড।
আয়োজকরা বেশকিছু নিয়মে পরিবর্তন আনায় অলিম্পিকে খেলার অনুমতি পেলেন তিনি। ২০১৩ সালে ট্রান্সজেন্ডার হওয়ার আগ পর্যন্ত পুরুষদের ভারোত্তোলন ক্যাটাগরিতে খেলতেন লরেল হাবার্ড।
যদিও হাবার্ডকে নারী ভারোত্তলনে খেলতে দেয়া মানে বাড়তি সুযোগ দিয়ে দেয়া বলেই মনে করছেন সমালোচকেরা।
তবে এসবে কান দিচ্ছেন না হাবার্ড। বরং তাকে খেলার সুযোগ দেয়ায় অলিম্পিক আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন ৪৩ বছর বয়সী এই ক্রীড়াবিদ।
টোকিও অলিম্পিকে নারী ভারোত্তোলন ক্যাটাগরির ৮৭ কেজি ওজন শ্রেণিতে খেলবেন হাবার্ড।
সাননিউজ/এমএইচআর