স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শিরোপা স্পেনকে জিতিয়েছেন। অভিজ্ঞতা তো আর কম না ভিসেন্তে দেল বস্কের। সেই অভিজ্ঞ চোখ এবার উত্তর দিয়েছে গত এক যুগে ফুটবলে সবচেয়ে বেশিবার উচ্চারিত প্রশ্নের। লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো, কে সেরা?
২০১০ বিশ্বকাপে স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের মতে সেরা আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। শুধু মন্তব্যেই সীমাবদ্ধ থাকেননি এই কোচ। কেন সেরা মেসি, দিয়েছেন তার পেছনে থাকা যুক্তিও। সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, রোনালদোকে ছোট করছেন না তিনি।
স্প্যানিশ টিভি চ্যানেল ক্যানাল সুরকে দেওয়া সাক্ষাৎকারে দেল বস্ক বলেন ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার এবং আমি বলতে যাচ্ছি কেন সে সেরা।’
মেসিকে সেরা বলার যুক্তি দেখিয়ে তিনি বলেন, ‘রোনালদোকে ছোট করে বলছি না, তবে মেসি স্ট্রিট ফুটবলের একজন প্রতিবেশির মতো।
মেসি তাদেরই একজন, যার সঙ্গে আপনি খেলবেন এবং সে মাঠে আপনাকে ধুয়ে দেবে। এটা ফুটবল ভক্তরা অনেক পছন্দ করে। এজন্যই সে পৃথিবীর সেরা ফুটবলার।’
সাননিউজ /এএসএম