ক্রীড়া ডেস্ক : করোনায় জেরবার অবস্থা ব্রাজিলের। এর মধ্যেই সেখানে শুরু হয়েছে এবারের কোপা আমেরিকা। টুর্নামেন্ট শুরুর আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ভেনেজুয়েলার আট ফুটবলার। দুই দিন পর কোপা সংশ্লিদের করোনা আক্রান্ত হওয়ার সংখ্যাটা দাঁড়ায় ৩৩ জনে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরও ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কোপা সংশ্লিষ্ট মোট ৫২ জন করোনা আক্রান্ত হলেন। নতুন আক্রান্তদের মধ্যে দুই জন খেলোয়াড় ও বাকিরা অফিসিয়াল স্টাফদের মধ্যে কেউ বলে জানানো হয়েছে।
ব্রাজিলের করোনা পরিস্থিতির কারণে দেশটিতে এই সময়ে কোপা আয়োজন নিয়ে উঠেছিল প্রশ্ন। যেখানে এই অতিমারিতে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ মারা গেছেন সেখানে এমন ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রশ্নবিদ্ধ করেছিলেন বিশ্লেষকরা। তারপরও চলছে ১০ দেশের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের মাঠের লড়াই।
ফুটবলাররা করোনা আক্রান্ত হলেও যাতে টুর্নামেন্ট বন্ধ না হয় এই ব্যাপারে আগেভাগেই ব্যবস্থা নিয়ে রেখেছে কনমেবল। কোপায় অংশ নেয়া সব দলগুলোকে ইচ্ছেমতো খেলোয়াড় বদলের অনুমতি দিয়েছে তারা।
সান নিউজ/এমএইচ