স্পোর্টস ডেস্ক:
মরণঘাতী করোনাভাইরাসের মধ্যেই আগামী জুনে রুদ্ধদ্বার স্টেডিয়ামে মৌসুম শুরুর পরিকল্পনা করছে ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ।
মৌসুম শুরুর পরিকল্পনা করার পাশাপাশি, সব ধরনের সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানায় ইএফএল কর্তৃপক্ষ।
তারা জানায়, ‘উপযুক্ত’ পরীক্ষা ছাড়া মৌসুম শুরু হতে পারবে না। এ ধরনের পদক্ষেপগুলো সামনের সারির কর্মীদের হুমকির মুখে ফেলবে।
ইএফএল জানায় ‘ফুটবল প্রত্যাবর্তনের আগে অংশগ্রহণকারীদের জন্য উপযুক্ত পরীক্ষা-নিরিক্ষার ব্যবস্থা অবশ্যই থাকা উচিত এবং এটিই হলো, আমাদের বর্তমান পরিকল্পনার মূল বিষয়।
পাশাপাশি এটিও নিশ্চিত করা হচ্ছে, জরুরি পরিষেবা, লিগ ও ক্লাবের সদস্যসহ সামনের সারির কর্মীদের কোনও সমস্যা হবে না।
নিজেদের মৌসুম শুরুর আগে খেলোয়াড় ও সব কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)।
সান নিউজ/সালি