সান নিউজ ডেস্ক: কাজাখস্তানের ২১ বছরের এলেনা রিবাকিনা সরাসরি সেটে হারিয়ে দিয়েছেন ফরাসি ওপেনে তিনবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে। রিবাকিনা উঠেছেন শেষ আটে।
রোববার (৬ জুন) রোলাঁ গাঁরোয় সপ্তম বাছাই ৩৯ বছরের সেরেনার বিপক্ষে রিবাকিনা জেতেন ৬-৩, ৭-৫ গেমে। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে উঠলেন তিনি।
২০১৬ আসরের ফাইনালে হারের পর থেকে ফরাসি ওপেনে চতুর্থ রাউন্ড পেরুতে পারেননি সেরেনা। আর ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর পাননি কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ।
গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় আরও কতদিন তিনি চালিয়ে যাবেন খেলা, রোলাঁ গাঁরোয় হারের পর প্রশ্নটা উঠল আরেকবার। তবে এসব নিয়ে ভাবছেন না বলেই জানালেন সেরেনা।
তিনি বলেন, আমি এ নিয়ে মোটেও ভাবছি না। অবশ্যই অন্য বিষয়গুলো নিয়ে ভাবছি। তবে ওই বিষয়ে নয়।
এই হারের মধ্য দিয়ে টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা আরও বাড়ল সেরেনার। এই মার্কিন তারকা মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার পরবর্তী অভিযান শুরু করবেন আগামী ২৮ জুন শুরু হতে যাওয়া উইম্বলডনে।