ক্রীড়া প্রতিবেদক:
করোনাভাইরাসের প্রভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে প্রিমিয়ার ফুটবল লিগ। খেলা বন্ধ থাকলেও ব্যয় কিন্তু কমেনি ক্লাবগুলোর।
বিদেশি খেলোয়াড়দের বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে। এছাড়া অন্যান্য খরচ তো আছেই। তবে প্রিমিয়ার লিগের সিদ্ধান্ত নির্বাহী কমিটির উপর ছেড়ে দিয়েছে পেশাদার লিগ কমিটি।
বর্তমান অবস্থা নিয়ে ২৫ এপ্রিল শনিবার পেশাদার লিগ কমিটি ভিডিও কনফারেন্স করে। সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও আদতে বড় কোনও সিদ্ধান্ত হয়নি। লিগ কমিটি বাফুফের নির্বাহী কমিটির ওপর ছেড়ে দিয়েছে প্রিমিয়ার ফুটবলের লিগের ভবিষ্যৎ। সেখানেই এবারের লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সভায় ক্লাবগুলোর ক্ষতি পুষিয়ে ওঠার লক্ষ্যে ফিফা-এএফসির মাধ্যমে আর্থিক প্রণোদনা প্রদান এবং প্রয়োজনবোধে বিদেশি খেলোয়াড় ব্যতীত লিগ আয়োজন করা, রেলিগেশন রোধকরণ ও অনিশ্চিত পরিস্থিতিতে চলমান লিগ স্থগিত বা বাতিলকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, লিগ কমিটি ইচ্ছা করলেই ফুটবল লিগ বন্ধ বা নতুন করে শুরু হওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে না। এটা পুরোপুরি নির্বাহী কমিটির ওপর নির্ভর করে। এছাড়া ফিফা-এএফসির বিষয় তো আছেই। তাদের অনুমতি ছাড়া লিগ বন্ধ বা অন্য কিছু করা যাবে না।
শিগগিরিই নির্বাহী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
সান নিউজ/সালি