চ্যাম্পিয়ন্স লিগে আগে কখনোই গোল পাননি কাই হাভার্টজ। প্রথমবার গোল পেয়েই বাজিমাত। স্বপ্ন ভাঙলো ম্যানচেস্টার সিটির, আর ইউরোপ সেরার আসনে বসল চেলসি।
শনিবার (২৯ মে) অল ইংলিশ ফাইনালে ১-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।
খেলার ২৭তম মিনিটে ফিল ফোডেনের শট স্লাইড ট্যাকলে আটকান আন্টোনিও রুডিগার। ৮ মিনিট পর পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়েন হাভার্টজ, সেবার রক্ষা পায় সিটি। কিছুক্ষণ পর বড় ধাক্কা খায় চেলসি। অস্বস্তি বোধ করায় মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার চিয়াগো সিলভা। এর কিছুক্ষণ পরই উল্লাসে ভাসে চেলসি শিবির।
৪২তম মিনিটে গোলরক্ষক মঁদির বাড়ানো বল মাঝমাঠে পেয়ে সুযোগ বুঝে হাভার্টজের উদ্দেশে বাড়ান ম্যাসন মাউন্ট। হঠাৎ পোস্ট ছেড়ে বক্সের বাইরে বেরিয়ে যান গোলরক্ষক। তাকে ফাঁকি দিয়ে ফাঁকা জালে বল পাঠান হাভার্টজ।
তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লিগে ২০তম ম্যাচে এসে পেলেন প্রথম গোল। ২০১৩ সালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ইলকাই গিনদোয়ানের পর প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপ সেরার আসরে নিজের প্রথম গোলটি করলেন ফাইনালে।