বুধবার, ৯ এপ্রিল ২০২৫
খেলা প্রকাশিত ২৯ মে ২০২১ ১৪:৫৬
সর্বশেষ আপডেট ৩০ জুন ২০২১ ১৭:৫৩
দলগত সাফল্যে গর্বিত

ব্যক্তিগত পারফরম্যান্সে আক্ষেপ সাকিবের

ক্রীড়া প্রতিবেদক : আসবেন, খেলবেন, জয় করবেন; মাঠে ফিরে এমন কিছুর কল্পনা করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ২২ গজে উল্টো চিত্র দেখলেন তিনি।

ব্যাট-বল হাতে সাকিব শ্রীলঙ্কা সিরিজে নিষ্প্রভ। তাতে বড় কিছু হারায়নি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠেছে বাংলাদেশ। এ সাফল্যে গর্বিত হওয়া উচিত বলে মনে করছেন সাকিব। তবে নিজের পারফরম্যান্স বিশেষ করে ব্যাটিংয়ে রান না পাওয়ায় হতাশ তিনি।

শনিবার (২৯ মে) ঢাকা লিগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব বলেন,‘আপনারা তো দেখেছেন কেমন গেছে (নিজের ব্যাটিং নিয়ে)। মূল্যায়ন করার কী আছে! আমি যা প্রত্যাশা করেছি তা অবশ্যই হয়নি। এরকম হতে পারে। তবে নিশ্চিত করতে হবে সামনে যেন এরকমটা না হয়।’

মিরপুরে তিন ওয়ানডেতেই সাকিবের ব্যাটিং ছিল নড়বড়ে। অনুশীলনের ঘাটতি ছিল তা বোঝা গেছে স্পষ্ট। বিশেষ করে বাড়তি পেসে আটকে যাচ্ছিলেন বারবার। শেষ দুই ম্যাচে তার উইকেট নিয়েছেন দুষমন্ত চামিরা। প্রথম ম্যাচে আউট হয়েছিলেন গুনাথিলাকার ঘূর্ণিতে। তিন ওয়ানডেতে তার রান, ১৫, ০ ও ৪। বোলিংয়ে প্রথম ম্যাচে শিকার ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে ২টি এবং তৃতীয় ম্যাচে ছিলেন উইকেটশূন্য। এমন সংখ্যানগুলো তার নামের পাশে ব্ড্ড বেমানান।

সাকিব বরাবরই স্পেশাল। তার পারফর্ম করা মানে দল এগিয়ে যাওয়া। এবার অলরাউন্ড পারফরম্যান্স এবার আপ টু মার্ক না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জয়কে বড় অর্জন বলে মনে করছেন তিনি,‘যে সিরিজটা গিয়েছে সেটা নিয়ে আমাদের সবার গর্বিত হওয়া উচিত এবং এখান থেকে সামনে যাওয়া উচিত। প্রথমবার আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতলাম। খুবই ভালো। অবশ্যই ৩-০ হলে ভালো হতো।’

প্রথম দুই ম্যাচে পাত্তা না পাওয়া শ্রীলঙ্কা শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দেয়। যেভাবে পারফর্ম করেছে তাতে বাংলাদেশকে লেগেছে এলোমেলো। সেজন্য নিজেদের পারফরম্যান্সকে বড় করে মূল্যায়ন করছেন সাকিব। তার ভয়,‘শ্রীলঙ্কা যদি ভালো খেলতো তাহলে ফল অন্য হতে পারতো।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা