নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: বাঘাইছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুনামেন্ট ২০২১ এর উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিধি মোঃ আলী হোসেন। শুক্রবার (২৮ মে) বিকালে বাঘাইছড়ি সদর উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে উদ্ধোধনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ধোধনী ফুটবল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি দীলিপ কুমুার দাশ ও ৮ ইউপির চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার উদ্বোধক ও প্রধান অতিথি বলেন,সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পড়ালেখার পাশাপাশি বিনোদনের প্রয়োজন রয়েছে। খেলাধুলা করলে মন ও শরীর ভাল থাকে। তাই আশা করি সবাই ধর্য্যসহকারে টুনামেন্ট শেষ করার আহবান জানান।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, বাঘাইছড়ি পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়ন হতে ৯টি দল এ খেলায় তালিকাভুক্ত হয়ে অংশ গ্রহণ করেন। উদ্ধোধনী খেলায় অংশ গ্রহণ করেন খেদারমারা ইউপি দল বনাম বাঘাইছড়ি ইউপি দল। নিয়ম অনুযায়ী বেধে দেওয়া সময়ে খেলায় দু’দলের মধ্যে কেউ কাউকে গোল দিতে না পেরে ট্রাইবেকারে বাঘাইছড়ি ইউপি দল ৪-৩ গোলে বিজয়ী হয়ে খেদারমারা ইউপি দলকে পরাজিত করে।
টুনামেন্ট পরিচালনায় সহযোগিতা করেন হিল স্পোর্টস এসোসিয়েশন, বাঘাইছড়ি এবং খেলা পরিচালনায় ছিলেন প্রধান রেফারি প্রাণেশ চাকমা ও সহকারি রেফারি জ্যোতি চাকমা মোঃ লিটন।
সান নিউজ/আরএস