সাননিউজ ডেস্ক: এক দলে খেলেছেন দুই ভাই। কিংবা দুই দলে অধিনায়কত্ব করেছেন। কিন্তু যমজ বোনের মুখোমুখি হওয়াটা নতুন কিছুই।
বৃহস্পতিবার (২৭ মে) মেয়েদের ফুটবল লিগ বিরল ঘটনারই সাক্ষী হচ্ছে। বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজের লড়াইয়ে দেখা হয়ে যাচ্ছে দুই বোন- আনাই মোগিনী ও আনুচিং মোগিনীর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় প্রথমবারের মতো যমজ দুই বোন মুখোমুখি হতে যাচ্ছেন।
এর আগে গত বছর দুই বোন একই ক্লাবের হয়ে খেলেছিলেন। এবার মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছেন। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তাদের পৃথিবীর আলো দেখা। আনাই বসুন্ধরায় খেলছেন রাইট ব্যাক পজিশনে। আর আনুচিং স্ট্রাইকার হিসেবে আতাউর রহমান কলেজ দলে।
দুই বোনের জাতীয় দলে একসঙ্গে খেলার অভিজ্ঞতাও আছে। ২০১৬ সালে সাফ ফুটবলে বাংলাদেশ রানার্স-আপ হয়েছিল। সেই দলে ছিলেন খাগড়াছড়ি থেকে উঠে আসা দুই ফুটবলার।
তাদের প্রসঙ্গে নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘ওরা দুজন ভালো মানের ফুটবলার। এবারই প্রথম ক্লাব ফুটবলে মুখোমুখি হচ্ছে। যে যার জায়গা থেকে ভালো করার চেষ্টা করছে। এর আগে কখনও দুই বোনের মুখোমুখি লড়াইয়ের নজির নেই। এটাই প্রথম।’
সাননিউজ/এএসএম/বিএস