স্পোর্টস ডেস্ক:
এবার করোনাভাইরাসের প্রভাবে এক বছর পিছিয়ে দেয়া হলো নারী উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ।
টুর্নামেন্টটি ইংল্যান্ডে ২০২১ সালের জুলাইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে একবছর পিছিয়ে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে ২০২২ সালের জুলাইতে।
ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।
মূলতঃ পুরুষদের ইউরো চ্যাম্পিয়নশিপ একবছর পিছিয়ে দেয়ার কারণে ২০২১ সালে হওয়া সত্ত্বেও নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপও পিছিয়ে দেয়া হলো এক বছর।
নারী ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হবে ২০২২ সালের ৬ জুলাই। শেষ হবে, তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ জুলাই।
সৌভাগ্য যে, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে নভেম্বর-ডিসেম্বরে, কাতারে।
এ বিষয়ে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন বলেন, পুরুষদের টুর্নামেন্টের পাশাপাশি নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হলে, দুই টুর্নামেন্টেরই সমস্যা হবে। এ কারণেই নারীদের টুর্নামেন্টনা এক বছর পিছিয়ে দেয়া হলো’
সান নিউজ/সালি