ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত শ্রীলঙ্কা দলের একজন কোচ ও দুজন ক্রিকেটার। আক্রান্ত কোচ হলেন চামিন্দা ভাস ও দুজন ক্রিকেটার হলেন ইসুরু উদানা-শিরান ফারনান্দো । ম্যাচের আগের দিন করা করোনা টেস্টে তাদের পজিটিভ আসে। এখন আরেকটি টেস্টের ফলের অপেক্ষায় আছে দল। এটি পাওয়া যাব ১১টার পর।
খেলোয়াড়-কোচ আক্রান্ত হলেও প্রথম ওয়ানডে নিয়ে কোনো শঙ্কা নেই। দুপুর ১টায় মিরপুর শের-ই বাংলায় ম্যাচ শুরু হওয়ার কথা। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুস।
তিনি জানান, খেলা না হওয়ার কোন কারণ নেই। আইসিসির নিয়ম অনুযায়ী এখন করোনা পজিটিভ এই তিনজন খেলোয়াড়কে আইসোলোটেড করে রাখা হবে। মাঠে নামার আগে বাকি খেলোয়াড়দের টেস্ট করা হবে। আমরা খেলা শুরুর জন্য প্রস্তত। এখন দেখি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছ থেকে কি পরামর্শ আসে।
সান নিউজ/এসএম