স্পোর্টস ডেস্ক:
অদূর ভবিষ্যতে ভারতে কোন ধরনের ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের(বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
বৈশ্বিক মহামারী করোনার মধ্যেই আগামী মে মাস থেকে জার্মানিতে ফুটবল মৌশুম শুরু হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গ টেনেই সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।
সৌরভের মতে, জার্মানি ও ভারতের 'সামাজিক বাস্তবতা' আলাদা। তিনি বলেন, ভারতে কবে থেকে ক্রিকেট টুর্নামেন্ট চালু হবে, তা নির্ভর করছে অনেকগুলো যদি ও কিন্তুর উপর। তবে অদূর ভবিষ্যতের মধ্যে যে কোনও সম্ভাবনা দেখছেন না, তা স্পষ্ট করে দেন বিসিসিআই সভাপতি।
গাঙ্গুলী আরো বলেন, 'মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে খেলায় আমি বিশ্বাসী নই।'
উল্লেখ্য, কোভিড ১৯ বা করনোভাইরাসের সংক্রমণে ভারতে এখন পর্যন্ত সংক্রামিত হয়েছে ২০,৪৭১ জন। পাশাপাশি মৃত্যু বেড়ে হয়েছে ৬৫২। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পুরো দেশে করোনায় মারা গিয়েছেন ৪৯ জন। আর করোনা পজিটিভ ধরা পড়েছে ১৪৮৬ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৪০০০ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।সূত্র : এই সময়
সান নিউজ/ আরএইচ