স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। এই শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু ইংল্যান্ড। তারপর স্বাগতিক ইংলিশদের বিপক্ষে ক্রিকেট সিরিজ খেলবে ক্যাপ্টেন বিরাট কোহলির দল।
নতুন এ মিশনকে সামনে রেখে জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে যাচ্ছেন বিরাট কোহলিরা। দেশের মাটিতে তারা কোয়ারেন্টিনে থাকবেন ১৪ দিন। আর ইংল্যান্ডে পৌঁছে তাদের হোটেলবন্দি থাকতে হবে ১০ দিন। সব মিলিয়ে দেশে-বিদেশে ২৪ দিনের কোয়ারেন্টিনে বন্দী থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের।
ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টিন শুরু হচ্ছে বুধবার থেকে। দলের যারা মুম্বাই আছেন তাদের কোয়ারেন্টিন শুরু হবে আগামী সোমবার থেকে। তবে তার আগে ক্রিকেটারদের থাকতে হবে হোম কোয়ারেন্টিনে।
হোটেলে ওঠার আগে করোনা টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রিকেটারদের। ইংল্যান্ডের ফ্লাইট ধরার আগেও হবে কোভিড-১৯ পরীক্ষা। করোনা টেস্ট হবে কয়েক দফায়।
২ জুন চার্টার্ড ফ্লাইটে মুম্বাই থেকে সাউদ্যাম্পটনে যাবে কোহলিরা। এখানেই ১৮ জুন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
অবশ্য সাউদ্যাম্পটনে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকাকালে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে মাস দেড়েকের বিরতি দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্ট মাঠে গড়াবে ৪ আগস্ট।
সান নিউজ/বিএস