স্পোর্টস ডেস্ক: দখলদার ইহুদিদের হাতে নিজেদের ভূখণ্ডের জন্য প্রতিনিয়ত মার খাচ্ছে ফিলিস্তিনিরা। প্রতিবাদী ফিলিস্তিনিদের রক্তভেজা নিথর দেহ এখন প্রতিদিনের চিত্র। ইসরায়েলের এমন নৃশংসতার পরেও নীরব ভূমিকায় বিশ্ব নেতারা। কেউ টু শব্দটি করতে নারাজ।
তবে ক্রীড়াঙ্গনের অনেক তারকা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন। এবার প্রতিবাদের ভিন্ন ভাষা বেছে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। এতে প্রশংসা বন্যায় ভাসছেন তিনি।
রোববার (১৫ মে) রাতে চেলসিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ এফএ কাপের শিরোপা জেতে লেস্টার সিটি। একই সঙ্গে প্রথমবার কোনো এফএ কাপ শিরোপা জয়ে নাম ওঠে বাংলাদেশী বংশোদ্ভূত কোনো খেলোয়াড়েরে।
হামজা চৌধুরীর এ অর্জন ঢেকে গেল তার ব্যতিক্রমী এক উদযাপনে। শিরোপাজয়ের পর সতীর্থ ওয়েসলি ফোফানাকে সঙ্গে নিয়ে তুলে ধরেন ফিলিস্তিনি পতাকা, প্রতিবাদ জানান দেশটিতে চলমান ইজরায়েলি হামলার বিরুদ্ধে।
হামজার প্রতিবাদের ছবি বড় করে ছাপা হয় ডেইলি মেইল, দ্য মিরর, আলজাজিরা, মিডল ইস্ট মনিটর, এমনকি দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে। ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মমতার এমন প্রতিবাদে হামজার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট।
ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে হামজার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করা চিঠিতে লেখা হয়েছে, ‘এফ এ কাপের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেওয়ায় হামজা চৌধুরী ও ওয়েসলে ফোফানাকে ফিলিস্তিন সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই।
ফিলিস্তিনের পতাকা ফুটবলের অন্যতম শীর্ষ প্রতিযোগিতার মাধ্যমে তুলে ধরে সংগ্রামী জনতার পক্ষ নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি।’
সাননিউজ/এএসএম