সময়ের সোর ফুটবলার মেসি এবং রোনালদো। কিন্তু দুজনের মধ্যে কে সেরা? দুই ভাগে বিভক্ত ফুটবল বিশ্ব। কেউ বলেন মেসি তো কেউ বলে রোনালদো। তবে ফুটবল বিশেষজ্ঞদের বেশিরভাগই বাজি ধরবে মেসির পক্ষে।
কিন্তু একটি জায়গায় মেসির থেকে ঢের এগিয়ে আছে রোনালদো। সামাজিক যোগাযোগের মাধ্যমে শুধু মেসি নয় বাকি সব ফুটবল তারকাদের পেছনে ফেলে শীর্ষে রোনালদো।
কার জনপ্রিয়তা বেশি তা নিয়েও হয়তো দ্বিমত থাকতে পারে। কিন্তু জনপ্রিয়তার মাপকাঠি যদি সামাজিক যোগাযোগের মাধ্যম হয়, তাহলে সেখানে মেসিকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন জুভেন্টাস তারকা।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ফুটবল তারকাদের ফলোয়ারদের সংখ্যা একটি চিত্র দেয়া হলো।
নাম ফেসবুক (মিলিয়নে) ইনস্টাগ্রাম (মিলিয়নে) টুইটা (মিলিয়নে)
রোনালদো ১২৩ ৩৪৩ ৭৫
নেইমার জুনিয়র ৬১ ১০৩ ৪১
লিওনেল মেসি ৯০ ৯৯ টুইটার-নেই
হামেস রদ্রিগেজ ৩৩ ৪০ ১৮
গ্যারেথ বেল ২৯ ৩৭ ১৭
শুধু মসি নয়, অন্যসব খেলার তারকা যেমন, লেব্রোন জেমস, স্টিফেন কারি কিংবা কনর ম্যাকগ্রেগরের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের তুমুল জনপ্রিয় খেলা এনবিএ’র মহাতারকাদের অনেক পেছনে ফেলে দিয়েছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ রোনালদো।
রোনালদোর ৩৪০ মিলিয়ন ফলোয়ারের বিপরীতে এনবিএ তারকা লেব্রোন জেমসের ফলোয়ার সংখ্যা ১০৬ মিলিয়ন। আরেক এনবিএ তারকা স্টিফেন কারির ফলোয়ার সংখ্যা ৪৩ মিলিয়ন।
রোনালদো জনপ্রিয়তার কাছে পিছিয়ে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের ফলোয়ার ২৮৪ মিলিয়ন, মার্কিন সঙ্গীতশিল্পী টেলর সুইফটের ২৬৮ মিলিয়ন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ১৭৬ মিলিয়ন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯০ মিলিয়ন আর পোপ ফ্রান্সিসের ফলোয়ার সংখ্যা ১১ মিলিয়ন।