স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসসহ তার পুরো পরিবারকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। মেহেরপুর প্রশাসনের নির্দেশে ইমরুলের পরিবারকে সোমবার (২০ এপ্রিল) থেকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গত ১৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সড়ক দুর্ঘটনায় আহত ইমরুল কায়েসের বাবা বানি আমিন। মৃত্যুর পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় মেহেরপুরে। সেখানে সদর উপজেলার উজলপুর গ্রামের বাড়িতে বাবার দাফনকার্য সম্পন্ন করেন ইমরুল। তবে ঢাকা থেকে মেহেরপুরে যাওয়ায় ইমরুলের পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এ বিষয়ে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, সরকারি নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে ইমরুল কোয়ারেন্টিন মেনে চলবেন।
গত ২৩ মার্চ মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস। ১৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।