খেলা

বিশ্বকাপ জিততেন মেসি, যদি...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ২০১৪, ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনা আর লিওনেল মেসি ছিলেন শিরোপা থেকে মাত্র এক গোলের দূরত্বে। তবে শেষমেশ ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাদের।

সে শূন্যতা পূরণ হয়নি এখনো। তবে সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি অস্কার রুগেরির অভিমত, রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস যদি খেলতেন আর্জেন্টিনার হয়ে, তাহলে এ শূন্যতা পূরণ হয়ে যেত এত দিনে।

আর্জেন্টিনার হয়ে ৯৭ ম্যাচ খেলা বোকা জুনিয়র্সের এই ডিফেন্ডার মনে করেন, আর্জেন্টিনা দলে এখন কেবল একজন সার্জিও রামোস মানের একটা ডিফেন্ডারেরই অভাব আছে। তিনি বলেন, ‘আর্জেন্টিনা আর মেসি, রামোসকে নিয়ে বিশ্বকাপ জিতত নিশ্চিতভাবেই। কারণ সে একজন দানব।’

তিনি আরও যোগ করেন, ‘যদি রামোস আর্জেন্টিনা রক্ষণে খেলত, তাহলে তারা বিশ্বচ্যাম্পিয়ন হতো। সঙ্গে যদি মেসিকে যোগ করা হয় আরকি, সেই পুরনো মেসি। সে বিস্ময়কর ছিল।’

আর্জেন্টিনা দলে এক সময় খেলে গেছেন দানি পাসারেল্লা, হ্যাভিয়ের মাসচেরানো, হুয়ান পাবলো সরিন, রবার্তো আয়ালাদের মতো ডিফেন্ডার। তবু রুগেরি রামোসকেই চাইতেন মেসির দলে।

বললেন, ‘আমার জাতীয় দলে আমি রামোসের মতো একজনকে চাইতাম। যদি তা থাকতো আমাদের, তাহলে আমরা প্রত্যেক বিশ্বকাপের জন্যই শিরোপার দাবিদার থাকতাম।’

আর্জেন্টাইন সাবেক ডিফেন্ডারের ক্ষেত্রে তার অভিমত, ‘আমাদের বেশ ভালো কিছু সেন্ট্রাল ডিফেন্ডার ছিল, তবে সর্বকালের সেরা ডিফেন্ডার তাদের কেউই ছিল না। রামোস সবার চেয়ে সেরা। যদি সে আর্জেন্টাইন হতো, তাহলে বিষয়টা বেশ ভালোই হতো। সে আমার চেয়েও সেরা, সেই নাম্বার ওয়ান, সে সবার চেয়ে এগিয়ে।’

একজন রামোসের অভাবে হোক, কিংবা নেহায়েত দূর্ভাগ্যের কারণে, একটা আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ আজও তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালের পরপর আরও দুটো টুর্নামেন্টের ফাইনালে হেরেছেন মেসিরা।

তবে ২০১৫ আর ২০১৬ কোপা আমেরিকার সেই দুই হারের দগদগে ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ এবার আবারও এসেছে মেসি ও তার দলের সামনে। আগামী জুনে শুরু হবে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকা।

করোনা পরিস্থিতির কারণে নিজেদের মাটিতে এ আসর শুরুর আগেই অবশ্য ভ্যাকসিন নিতে হবে সবাইকে, জানিয়েছেন দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা, কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন দলের আত্মপ্রকাশ

ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ব...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেশ কিছু...

ইসরায়েলিদের অপছন্দ করতেন রানি এলিজাবেথ

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গি...

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রসচিব

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে...

মানসিক ভারসাম্যহীন নারীর ঠাঁই হলো মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে

ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেওয়া ‘মা...

নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক অনুদান প্রদান

ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে শহীদ নারায়ণগঞ্জের...

বালুর ট্রাকে মিলল ১২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার তিন

গাজীপুর পূবাইলে ১২৪ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবা...

মানসিক ভারসাম্যহীন নারীর ঠাঁই হলো মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে

ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেওয়া ‘মা...

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রসচিব

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে...

১৭ এপ্রিল: মুত্তিয়া মুরালিধরন এর জন্মদিন

মুত্তিয়া মুরালিধরনের (মুরালি হিসেবে প্রায়শই পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা