নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতির মধ্যে বেকার হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। মানবেতর দিন কাটছে অসহায় দরিদ্রদের। তাদের সহায়তায় এগিয়ে এলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
নিজের ও দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়া ব্যট নিলামে উঠাতে যাচ্ছেন তিনি। সেই ব্যাটটি মুশফিকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সযত্নে রেখে দিয়েছিলেন সেই প্রিয় ব্যাট। সেই ব্যাটই নিলামে উঠাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। মানব সেবায় উৎসর্গ করতে যাচ্ছেন ডাবল সেঞ্চুরি হাকানো প্রিয় ব্যাটটি। নিলামে বিক্রি করে যা আয় হবে তার পুরোটাই যাবে দরিদ্রদের সহায়তায়।
তবে এখনও চূড়ান্ত হয়নি কোথায় নিলাম হবে এবং কিভাবে হবে। তবে মুশফিক জানিয়েছেন, কোনো অনলাইন প্ল্যাটফর্মে সেই ব্যাটটি নিলামে তুলতে পারেন তিনি।
টেস্ট ক্রিকেটে এক যুগেরও বেশি সময় পথচলার পর ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের হাত ধরে ডাবল সেঞ্চুরিয়ান পেয়েছিল বাংলাদেশ।