ক্রীড়া ডেস্ক : ম্যাড়ম্যাড়ে এক দিনের পর পাল্লেকেলে টেস্ট এগিয়ে যাচ্ছে নিষ্প্রাণ ড্রয়ের দিকে। যেটুকু পাওয়া কেবল দিমুথ করুণারত্নের, ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়ে গেছেন তিনি, এমন কিছুর অপেক্ষাতেই হয়তো আছেন ধনঞ্জয়া ডি সিলভাও। চতুর্থ দিনশেষে বাংলাদেশের চেয়ে স্বাগতিকরা পিছিয়ে আছে ২৯ রানে।
দিমুথ করুণারত্নে ধনঞ্জয়া ডি সিলভার ৩২২ রানের অবিচ্ছিন্ন জুটি চাপে রেখেছে বাংলাদেশকে। তাদের এই জুটির কল্যাণে ড্রয়ের দিকে এগোচ্ছে পাল্লেকেলে টেস্ট। ২৫ চারে ৪১৯ বলে ২৩৪ রান নিয়ে করুণারত্নে ও ২৭৮ বলে ১৫৪ রান নিয়ে ধনঞ্জয়া লঙ্কানদের পক্ষে পঞ্চম দিন শুরু করবেন।
চতুর্থ দিনে লঙ্কানদের একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশের বোলাররা। এবার নিয়ে টেস্টে চতুর্থবার বাংলাদেশ পুরো এক দিনে কোনও উইকেট পেল না। ২০০৩ ও ২০০৮ সালে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা ও ২০০৭ সালে ঢাকায় ভারতের বিপক্ষে এমন দুঃসহ দিন এসেছিল বোলারদের।
তৃতীয় দিন চা বিরতির পর জুটি বাধেন দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। তারপর শুধু হতাশাই উপহার দিয়েছেন তাসকিন-তাইজুলদের।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; বিশ্ব ৪/৯৬)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৪৯ ওভারে ৫১২/৩ (করুণারত্নে ২৩৪*, ধনঞ্জয়া ১৫৪*)।
সান নিউজ/এম