স্পোর্টস ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে আফগানিস্তান বর্তমানে লকডাউন চলছে। তবে এর মাঝেও সেখানে হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন তালেবান।
আর এতে সেখানকার চার স্থানীয় ক্রিকেটার গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
১৭ এপ্রিল শুক্রবার বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তানের সেনাবাহিনী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, লকডাউন নির্দেশ অমান্য করে লাঘমান প্রদেশের কারঘাই এলাকায় ক্রিকেট অনুশীলন করছিলেন কিশোররা। সেখানেই তালেবান জঙ্গিরা হামলা চালায়। এসময় চারজন ক্রিকেটার আহত হন।
স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অবশ্য তালেবানদের পক্ষ থেকে এই হামলার ব্যাপারে এখনো কোনও বিবৃতি পাওয়া যায়নি।
যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত ৮৪০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩০ জন মারা গেছেন।
সান নিউজ/সালি