স্পোর্টস ডেস্ক:
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশের যুবারা। এবার সেই দলের ক্রিকেটারদের স্বাস্থ্য ও জীবন বীমা করিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপাজয়ীদের বীমার আওতাভুক্ত করল বিসিবি।
এতদিন বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকাভুক্ত থাকা ক্রিকেটারদের পাশাপাশি চুক্তিভুক্ত প্রথম শ্রেণির ক্রিকেটাররাই বীমা সুবিধা পেতেন।
তবে আকবর আলীরা এই তালিকায় যুক্ত হওয়ার মাধ্যমে দেশে প্রথমবারের মতো বয়সভিত্তিক দলের ক্রিকেটাররাও এই বীমার আওতাভুক্ত হলেন।
টাইগার যুবাদের বীমার বিষয়টি নিশ্চিত করে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন বলেন, এমন কিন্তু হতে পারতো যে ওরা চ্যাম্পিয়নই হয়নি। সে ক্ষেত্রে দলটির কারো কারো বীমার আওতায় আসার সুযোগ থাকতো। কারণ তখন হয়তো এদের মধ্যে চার-পাঁচ জন প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতে চলে আসতো। তখন ওদের ইনস্যুরেন্স হতো। তবে হ্যাঁ, বয়সভিত্তিক দলের সবার বীমা করানোর ঘটনা বাংলাদেশ এবারই প্রথম।
সান নিউজ/সালি