খেলা

বিসিবির ইতিহাসে সেরা প্রেসিডেন্ট আমি হব : সাকিব

স্পোর্টস ডেস্ক : ধীর পায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এগিয়েছে বেশ অনেকটা দূর। এখনও ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী এখনও হয়ে উঠতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে বলাটা যতো সহজ, কাজ করে দেখানো ঠিক ততটাই কঠিন। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায় সবসময়ই সমালোচনার মুখে পড়ে। বোর্ডকে নিয়ে কাজ করাটা বেশ কষ্টসাধ্যই। আর এই কঠিন কাজটিই সাকিব আল হাসান করতে চাইছেন। সুযোগ থাকলে দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন বিসিবি'র সভাপতির চেয়ারে বসে কাজ করতে চান দেশের ক্রিকেট নিয়ে।

শনিবার (২০ মার্চ) বাংলাদেশের ক্রিকেটভিত্তিক স্বনামধন্য সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জির আয়োজনে বিশেষ সাক্ষাৎকারে এসেছিলেন সাকিব আল হাসান। সেখানেই বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেট সম্পর্কিত নানান বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সেখানেই নিজের এমন ইচ্ছার কথা জানিয়েছেন সাকিব।

ক্রিকফ্রেঞ্জির আয়োজনে লাইভে এসে সাকিব বলেন, ‘আমার কাছে তো মনে হয় বিসিবি'র কখনো ওই অবস্থায় যেতে পারি। আমি যত ভালো কাজ করবো, বাংলাদেশে এটা আর কেউ করতে পারবে না। অবশ্যই যদি ক্রিকেটে থাকি আর বিসিবি সভাপতি হওয়ার সুযোগ থাকে। অবশ্যই সেটা হতে চাইবো। এবং আমি জানি বিসিবি'র ইতিহাসের সেরা হতে পারবো। এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি।’

ক্রিকেট বোর্ডের এখনও দুর্বলতার কারণে বেশ আক্ষেপে পুড়ছেন সাকিব আল হাসান। তবে সাকিব মনে করেন সুযোগ পেলে এসব আক্ষেপ মুছে দেশের ক্রিকেটকে নিয়ে যেতে চান আরও উপরে। এছাড়াও দেশের বাইরের ছোটখাটো ক্রিকেটারদেরও বাড়তি মূল্যায়ন করা হয় বলে অভিযোগ দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

তিনি জানান, ‘নির্মম সত্যটা হচ্ছে, যখন আমাদের দেশে বাইরের কেউ খেলতে আসে আমরা তাদের স্যার, হুজুর করতে থাকি দুএকজন ছাড়া। যারা অল্প কয়টা ম্যাচ খেলছে বা খেলেওনি তাদের সাথে এমন করি। আমাদের দেশে যারা ৫/৭ বছর খেলছে তাদের রেসপেক্ট করি না। আমাদের দেশের মানুষই যদি আমাদের সম্মান না করে, বোর্ড সম্মান না করে, ক্রিকেটাররা সম্মান না করে, অন্য দেশের মানুষ কীভাবে করবে?’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা