স্পোর্টস ডেস্ক: ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত হচ্ছে উদীয়মান নারী কুস্তিগির রীতিকা ফোগটের মৃত্যু রহস্য নিয়ে। তবে আশার কথা হচ্ছে তার মৃত্যুতে তদন্ত শুরু হয়েছে।
দেশটির হরিয়ানা রাজ্য পুলিশের থেকে বৃহস্পতিবার (১৮ মার্চ) জানানো হয়েছে- তারা রীতিকার মৃত্যুর তদন্ত শুরু করেছে। হরিয়ানা পুলিশের ডিএসপি রাম সিংহ বিষ্ণোই এই কথা জানিয়েছেন।
রীতিকার মৃত্যুতে পুলিশ ধারণা করছে বুধবার (১৭ মার্চ) রাতে তিনি আত্মহত্যা করেছেন। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
‘দঙ্গল’ খ্যাত গীতা এবং ববিতা ফোগটের চাচাতো বোন রীতিকা। হরিয়ানায় বয়সভিত্তিক প্রতিযোগিতায় সবার নজরে এসেছিলেন তিনি।
রাজস্থানের ভরতপুরে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রীতিকা। সেখানে ফাইনালে ১ পয়েন্টের জন্য হেরে যান তিনি। সেই কারণেই আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ।
ডিএসপি রাম সিংহ বলেন, ববিতা ফোগটের বোন রীতিকা ফোগট, ১৭ মার্চ আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। রাজস্থানে একটি প্রতিযোগিতায় হেরে যান তিনি। মনে করা হচ্ছে সেই হতাশা থেকেই এমন করেছেন তিনি। তদন্ত চলছে।
দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত মহাবীর সিংহ ফোগটের ছাত্রী ছিলেন রীতিকা। জানা গেছে ভরতপুরে উপস্থিত ছিলেন মহাবীরও। রাজস্থানের ঝুনঝুনু এলাকার বাসিন্দা রীতিকা। গত ৫ বছর ধরে তিনি মহাবীরের অধীনে অনুশীলন করছিলেন।
সান নিউজ/এসএস