স্পোর্টস ডেস্ক: জার্মানি জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে যাচ্ছেন জোয়াকিম লো। আসছে গ্রীষ্মে ইউরো চ্যাম্পিয়নশিপের পরেই দায়িত্ব ছাড়বেন দেশটির ইতিহাসে অন্যতম সেরা এই কোচ।
মঙ্গলবার (০৯ মার্চ) এমনটি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
জোয়াকিম লো'র হাত ধরেই ২০১৪ সালে বিশ্বকাপে ট্রফি জয় করে জার্মানি। এমনকি টানা ১৪ বছর ধরে কোচ হিসেবে কাজ করেছেন জার্মানি দলের হয়ে। এবার দীর্ঘদিনের দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
এ বছরের ইউরোর পর জার্মানি ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন জোয়াকিম লো।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে লো জানান, 'আমি বেশ ভেবে-চিন্তে, গর্বিত এবং অনেক কৃতজ্ঞতা জানিয়ে এই পদক্ষেপ নিচ্ছি। তবে আসন্ন ইউরোপিয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট পর্যন্ত থাকতে চাই।'
২০০৬ সালে দেশটির হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। আগামী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন লো। এরপরই জার্মানদের দায়িত্ব ছাড়বেন তিনি।
জার্মানির হয়ে তার অন্যতম সফলতা ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জেতানো। এছাড়া ২০১৪ কনফেডারেশন কাপও তার অধীনেই জেতে জার্মান।
সান নিউজ/এসএস