স্পোর্টস ডেস্ক: ১৫ বারের মেজর গল্ফ চ্যাম্পিয়ন টাইগার উডসের বর্তমান ঠিকানা লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতাল। সেখানে তার শারীরিক অবস্থা এখন ভালো আছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
কিংবদন্তি টাইগার উডসের আরও ভাল চিকিৎসার জন্য ওই হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে। কয়েকদিন আগে তার পায়ে অস্ত্রোপচার হলেও ৪৫ বছর বয়সী এই গল্ফারের ডান পায়ের নিচের অংশে ও গোড়ালিতে অনেক জায়গায় চোট আছে। সেটা নিয়ে বেশ উদ্বিগ্ন টাইগারের পরিবার ও তার চিকিৎসক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ডাক্তার অনীশ মহাজন।
এই বিষয়ে ডাক্তার অনীশ মহাজন বলেছেন, 'টাইগার আগের থেকে অনেকটা ভাল হলেও তার পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। পায়ের পাতা ও গোড়ালিতেও বেশ গুরুতর জখম রয়েছে। তাই এই দুই জায়গায় কিছু স্ক্রু ও পিন লাগানো হবে। সেই জন্য অন্য হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হল। তাকে দ্রুত সুস্থ করে তোলা আমাদের দায়িত্ব।'
গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টা ১২ মিনিটে দুর্ঘটনা পড়েছিলেন টাইগার। রোলিং হিলস এস্টেট সীমান্তে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাচ্ছিল উডসের গাড়ি। তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ এই খবর জানিয়েছেন।
সান নিউজ/এসএস