স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে এই প্রথমবারের মতো চেলসির ডাগ আউট সামলালেন থমাস তুখেল। আর প্রথম ম্যাচেই বাজিমাৎ। ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন অলিভার জিরুড।
বিরতির আগে আতলেতিকো গোলের উদ্দেশে শট নিতে পারে কেবল একটি। এই সময়ে চেলসির পাঁচ শটের দুটি ছিল লক্ষ্যে।
৬৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় চেলসি। ডি-বক্সে অ্যাটলেটিকো ডিফেন্ডার মারিও এরমেসোর পায়ে লেগে বল ওপরে ওঠার পর অসাধারণ ওভারহেড কিকে জাল খুঁজে নেন জিরুড। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআরে পাল্টায় সিদ্ধান্ত।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এটি জিরুডের ষষ্ঠ গোল। গ্রুপ পর্বে এক ম্যাচেই তিনি চার গোল করেছিলেন সেভিয়ার বিপক্ষে।
এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচে হার দেখল ডিয়েগো সিমিওনের দল। লা লিগায় গত রাউন্ডে লেভান্তের বিপক্ষে ২-০ গোলে হারে তারা। লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শেষ চার ম্যাচে তাদের জয় কেবল একটি।
শেষ ষোলোর ফিরতি লেগ চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হবে আগামি ১৮ মার্চ।
সান নিউজ/এসএম