স্পোর্টস রিপোর্টার:
অবশেষে ইতিহাস রচনা করতে ব্যার্থ হলো রহমতগঞ্জ। ফেডারেশন কাপ গেল বসুন্ধরার ঘরে। নিজেদের ৮৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেও বসুন্ধরা কিংস এর কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।
রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে নিজেদের প্রথম ফেডারেশন কাপ শিরোপা ঘরে তুলে তারা।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় রহমতগঞ্জ ও বসুন্ধরা কিংস। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কিংস। তবে কর্নার কিক থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ডেলমন্টের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রহমতগঞ্জের ডিফেন্ডার নাহিদ। এর কিছু পরেই সহজ সুযোগ মিস করে রহমতগঞ্জ। ডি বক্সের ভেতর গোলরক্ষককে একা পেয়েও স্কোর শিটে নাম তুলতে ব্যর্থ হন সোহেল মিয়া।
প্রথমার্ধের ৪১ মিনিটে সাফল্যের দেখা পায় বসুন্ধরা। ডি-বক্সের ডান দিক দিয়ে বিশ্বনাথ ঘোষের ক্রস থেকে হেড করে দারুণ এক গোল করেন ড্যানিয়েল কলিন্দ্রেস। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচে ফেরে রহমতগঞ্জ। ৬৪ মিনিটে শাহেদুলের কর্নার কিকে অনেকটা লাফিয়ে মাথা নিচু করা হেডে দারুণ গোলে রহমতগঞ্জকে সমতায় ফেরান গাম্বিয়ান ফুটবলার মামোবাহ। প্রতিদ্বন্দ্বিতামুলক ম্যাচের ফল অনেকটাই নির্ধারণ হয়ে যায় রহমতগঞ্জ গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের এক ভুলে।
৭৬ মিনিটে বক্সের ভেতর সতীর্থের কাছ থেকে ব্যাক পাস পেয়েও বল ক্লিয়ার করেননি লিটন। নিয়ন্ত্রণে না থাকা বলটি দৌড়ে এসে ছিনিয়ে নেন কলিন্দ্রেস। এরপর ফাঁকা জালে বল ঠেলে দিয়ে আনন্দে মাতেন এই কোস্টারিকান ফরোয়ার্ড।
যা হবার তাই ঘটলো, ম্যাচের বাকি সময় আর কোনো দলই স্কোর করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচটি জিতে নেয় বসুন্ধরা।
এই জয়ে ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন পেল দেশের ফুটবল। এর আগে এই কাপ জিতেছে আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।
সান নিউজ/সালি