ক্রীড়া প্রতিবেদক : কোনও জাদুমন্ত্র নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে উন্নতি করতে প্রয়োজন ভালো পারফরম্যান্স। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের বিশ্বাস, ভালো পারফর্ম করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট পাওয়া সম্ভব।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পয়েন্টের স্বাদ পায়নি বাংলাদেশ। দুটি সিরিজে তিন টেস্ট খেলেছে বাংলাদেশ। ভারতে দুটি ও পাকিস্তানে একটি। তিন ম্যাচেই বাংলাদেশ হেরেছে বাজেভাবে। ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভালো করার সুযোগ বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে মুমিনুল হকের দল।
২-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশ ১২০ পয়েন্ট পাবে। সেই লক্ষ্যে মুমিনুলের দল নামছে মাঠে। তবে ঘুরে দাঁড়ানোর কোনও জাদুমন্ত্র জানা নেই বাংলাদেশের অধিনায়কের। ভালো পারফরম্যান্স করে দলকে জেতাতে চান মুমিনুল।
বুধবার (৩ ফেব্রুয়ারি) শুরু হবে চট্টগ্রাম টেস্ট। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) অনুশীলন শেষে মুমিনুল বলেন, ‘দেখুন, ওরকম কোনও মন্ত্র নেই (হাসি) । মন্ত্র হলে জাদুমন্ত্র হতে হবে! আসলে এরকম কোনও মন্ত্র নেই। আগে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো আর মনে রাখতে চাই না। অতীত তো অতীতই। করোনার পর আমরা নতুন করে শুরু করার চেষ্টা করছি।’
গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ শেষ টেস্ট খেলেছিল। এরপর একাধিক সূচি থাকলেও করোনার কারণে তা হয়নি। প্রায় এক বছর পর আবার সাদা পোশাকে বাংলাদেশ। এর মাঝে বাংলাদেশের কোনও ক্রিকেটারও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। তবে সম্ভাব্য শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে ম্যাচ খেলেছেন মুমিনুল, মুশফিকরা। সেটাও মাস চারেক আগে।
প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জ দেখছেন মুমিনুল। তবে নতুনভাবে শুরু করার বড় সুযোগও দেখছেন তিনি, ‘এক বছর পর ক্রিকেটে ফিরছি, এটা সত্যি। আমার কাছে মনে হয় এক বছর পর যেহেতু ফিরছি নতুন আরেকটা সুযোগ এসেছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার। আমি এটাকে সুযোগ হিসেবেই দেখছি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু চ্যালেঞ্জ তো থাকেই। ওটার চাইতে আমি যে জিনিসটা ভাবছি, আমরা দল হিসেবে ভালো পারফর্ম করার, নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছি।’
সান নিউজ/এম