ক্রীড়া প্রতিবেদক:
করোনাভাইরাসের কারণে প্রায় সবকিছুই বন্ধ। এতে করে চরম বিপদে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই সেই সব পরিবারের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার এনামুল হক। এদের খাবারের জন্য চাল, ডাল ও তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করছেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান।
এনামুল হক থাকেন মিরপুরে। সেখানে রয়েছে অনেক গরিব-অসহায় মানুষ। তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে নিয়মিত সহায়তা করে যাচ্ছেন ক্রিকেটার এনামুল। জানান, অন্য অনেকের মতো সংখ্যা দিয়ে দানের হিসাব কষতে চান না তিনি। যতক্ষণ পারবেন অসহায়দের সাহায্য করে যাবেন ডানহাতি এই ব্যাটসম্যান।’
ক্রিকেটার এনামুল বলেন, ‘মিরপুরের আশেপাশে দিচ্ছি। কতটুকু দিয়েছি বা কতটুকু দেবো, সেটা বলতে পারছি না। যতটুকু পারি করব। একসঙ্গে ৫ ব্যাগও দিচ্ছি, আবার ১০ ব্যাগ কিংবা ৩০ ব্যাগ করেও দেওয়া হচ্ছে। কতখানি দিচ্ছি, সেটা ব্যাপার নয়। আমার দ্বারা কারও উপকার হলেই আমি খুশি।’
করোনা সংক্রামণ রোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমাদের বিপদ কিন্তু কাটেনি। সামনের দুই সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা আমরা বাসায় না থাকলে স্পেন-ইতালি কিংবা যুক্তরাষ্ট্রের মতো মহামারি হতে কিন্তু সময় লাগবে না। সুতরাং আমাদের ধৈর্য ধরে বাসায় অবস্থান করতে হবে। তাহলেই কেবল আমরা করোনাভাইরাসকে প্রতিরোধ করতে পারব।’
করোনাভাইরাস মোকাবেলায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ গুলো। তাই যার যার অবস্থান থেকে এই গরিব-অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন এই ক্রিকেটার।