খেলা

সহজেই তামিমদের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক : বড় জয় পেল বাংলাদেশ। তামিম ইকবালের হাফ সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদু ও সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে এই প্রাপ্তি ঘটলো।শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা।

এই জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল তামিম ইকবালের দল। প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ৬ উইকেটে। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি।

এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৪৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগার অধিনায়ক তামিম ইকবাল দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায়। আকিল হোসেনের বলে এলবিডব্লিউ হন লিটন দাস। ২৪ বল খেলে ২২ রান করেন তিনি। এরপর তামিমের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত। তাদের ধৈর্য্যশীলন ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে দল।

ইনিংসের ১৭তম ওভারে দলীয় ৭৭ রানে ওটলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ২৬ বল খেলে ১৭ রান করেন তিনি। তামিম ৭৫ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করেন। কিন্তু তার পরের বলেই তিনি উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়ে বিদায় নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৩.৪ ওভারে ১৪৮ রান করে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন রভম্যান পাওয়েল।

বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনার মেহেদী হাসান মিরাজ ২৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন আরেক স্পিনার সাকিব আল হাসান। ১৫ রানে দুইটি উইকেট নেন পেসার মোস্তাফিজুর রহমান। আরেক পেসার হাসান মাহমুদ ৫৪ রান দিয়ে ১টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৭ উইকেটে জয়ী বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৪৮/৩ (৪৩.৪ ওভার)

(আমব্রিস ৬, ওটলি ২৪, জশুয়া ৫, ম্যাকার্থি ৩, মোহাম্মদ ১১, মায়ার্স ০, বোনার ২০, পাওয়েল ৪১, রেইফার ২, আলজারি ১৭, আকিল ১২*; মোস্তাফিজ ২/১৫, রুবেল ০/২৩, হাসান মাহমুদ ১/৫৪, মিরাজ ৪/২৫, সাকিব ২/৩০)।

বাংলাদেশ ইনিংস: ১৪৯/৩ (৩৩.২ ওভার)

(লিটন ২২, তামিম ৫০, শান্ত ১৭, সাকিব ৪৩*, মুশফিক ৯*; আলজারি ০/৪২, মায়ার্স ০/১৫, আকিল ১/৪৫, মোহাম্মদ ১/২৯, রেইফার ১/১৮)।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা