স্পোর্টস ডেস্ক:
মুশফিকুর রহীম মেধা পরিশ্রম আর মননে দেশের অন্যতম সেরা ক্রিকেটার। এটা এক বাক্যে সবাই সমর্থন করেন।
নিজের ফিটনেস ধরে রাখতে তাই সব সময় সচেষ্ট তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩ বছরেরও বেশি পার করা মুশফিক বছরের প্রায় প্রতিদিন নিজ উদ্যোগে অনুশীলন করেন।
আজ ৩১ মার্চ মঙ্গলবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোষ্ট করেছেন মুশফিক। সেখানে দেখা যায় প্রতিদিনের কাজের একটা সূচিও দেয়ালে টাঙিয়ে সে অনুযায়ী নিবিড় অনুশীলন করে যাচ্ছেন তিনি।
করোনা ভাইরাসের জেরে অন্য সবার মতো ঘরবন্দি ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যানও। তাই বলে থেমে নেই মিস্টার ডিপেন্ডেবল। ঘরের মধ্যেই চলছে ক্রিকেট চর্চা। ফিটনেস নিয়েও কাজ করছেন প্রতিনিয়ত।
অন্যরা যখন টুকটাক ফিটনেস নিয়ে কাজ করছেন, মুশফিক তখন এই সময়টাকে বেছে নিয়েছেন আরও উন্নতির পথে হাঁটতে।
নিজের শোবার ঘরকেই বানিয়ে নিয়েছেন ছোটখাট এক জিম। দৌড়ানোর জন্য ট্রেডমিল আগেই ছিলো মুশফিকের বাসায়। এর সঙ্গে প্রয়োজনীয় জিমের ছোটছোট সরঞ্জামাদি এনে চালিয়ে নিচ্ছেন ফিটনেস ট্রেনিং।
এরপর আবার করছেন ব্যাটিং অনুশীলনও। আজকের (মঙ্গলবার) রুটিন পুরো করে আপলোড করা সেই ভিডিওর সঙ্গে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আজকের মতো শেষ। সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’
সান নিউজ/সালি