স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের বৈশ্বিক প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে আগামী বছর হবে টোকিও অলিম্পিক এমন ঘোষণা আগেই দিয়েছে অলিম্পিক কমিটি। কিন্তু তখন কবে বসবে এই আসর তার নতুন তারিখ ঘোষণা আসেনি।
এবার নতুন তারিখ ঘোষণা করলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তবে ২০২১ সালে হলেও এই অলিম্পিকের নাম থাকবে আগের মতোই ‘টোকিও ২০২০’।
৩০ মার্চ সোমবার আইওসি'র নির্বাহী বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২১ সালের ২৩ জুলাই জাপানে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত।
এদিকে চলতি বছরের ২৫ আগস্ট শুরু হওয়ার কথা ছিল প্যারাঅলিম্পিক গেমস। করোনার কারণে সেটিও এক বছর পেছানো হয়। এবার নতুন তারিখ নির্ধারিত হয়েছে ২০২১ সালের ২৪ আগস্ট। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসরটিও।
আইওসির সভাপতি থমাস বাচ বলেন, আমি আত্মবিশ্বাসী, টোকিও ২০২০ অলিম্পিকের আয়োজক কমিটি, টোকিও মেট্রোপলিটন, জাপানিজ সরকার এবং আমাদের সকল অংশীদার মিলে এই নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব।
তিনি যোগ করেন, মানবজাতি বর্তমানে এক অন্ধকার সুরঙ্গের মধ্যে দিন কাটাচ্ছে। টোকিও ২০২০ অলিম্পিক গেমস এই সুরঙ্গের শেষ সীমায় আলো হতে পারে।
সান নিউজ/সালি