নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মতো দুর্যোগের সময় সুবিধাবঞ্চিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। নিজের ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিতদের জন্য সহায়তা দেবেন দেশের সেরা এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রে একটি হোটেলে স্বেচ্ছা-আইসোলেশনে থাকা এই অলরাউন্ডার নিজের ফেসবুক পেইজে জানান, 'অসহায় হয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে তার এই উদ্যোগ।'
আগেই করোনা মহামারি ঠেকাতে জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের এক মাসের বেতনের অর্ধেক দেয়ার ঘোষণা দিয়েছেন। তবে নিষেধাজ্ঞার জন্য ক্রিকেটের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই সাকিব এতে নেই।
ফেসবুক পেইজে সাকিব জানান, “সারাদেশ আজ লড়ছে একটি মহামারিকে রুখতে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছে কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এই মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘দা সাকিব আল হাসান ফাউন্ডেশন’ পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এই ফান্ড ব্যবহার করা হবে করোনাভাইরাসের কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবার জন্য।”
দা ডেইলি স্টার, Sheba.xyz এবং সমকালের যৌথ উদ্যোগে চলমান ‘মিশন সেইভ বাংলাদেশ’ পাচ্ছে সাকিবের ফাউন্ডেশনের প্রথম সহায়তা।