খেলা

মেসির পর পেলেকে টপকালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক : ডিসেম্বরের শেষ সপ্তাহের শুরুতেই ইতিহাসটি গড়েছিলেন লিওনেল মেসি। নির্দিষ্ট একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন পেলে। বার্সার হয়ে সেই রেকর্ড পাড়ি দিয়ে ফেলেছেন মেসি।

মেসির রেকর্ড ভাঙার পর ২ সপ্তাহও পার হয়নি, এর মধ্যে পেলের আরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেলের নামে অফিসিয়াল যত গোল আছে (ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে), সেই ৭৫৭ গোলের (ক্লাবের ৬৮০ এবং জাতীয় দলের হয়ে ৭৭ গোল) রেকর্ড ভেঙে এখন সবার ওপরে ক্রিশ্চিয়ানো রোনালদো। সান্তোস, নিউইয়র্ক কসমস এবং ব্রাজিলের হয়ে ৭৫৭ গোল করেছিলেন তিনি।

রোববার (৩ জানুয়ারি) রাতে উদিনেসের বিপক্ষে জোড়া গোল করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। জোড়া গোলেই পেলেকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ে ফেললেন সিআর সেভেন। তার নামের পাশে এখন শোভা পাচ্ছে ৭৫৮ গোল (ক্লাবের ৬৫৬ এবং জাতীয় দলের হয়ে ১০২টি)।

৭৫৮ গোল করার পর দেখা যাচ্ছে ক্যারিয়ার শুরু করার পর প্রতি মৌসুমে গড়ে ৪২টি করে (ক্লাব এবং দেশের হয়ে) গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসির মোট অফিসিয়াল গোল ৭৪২টি। যদিও তিনি ক্রিশ্চিয়নো রোনালদোর চেয়ে প্রায় ২০০টি ম্যাচ কম খেলেছেন।

তবে পেলে, মেসি কিংবা রোনালদো- এখনও সবাই একজনের পেছনে। তিনি হচ্ছেন চেক রিপাবলিকের কিংবদন্তি হোসে বিকান। যিনি ক্যারিয়ারে মোট ৮০৫টি অফিসিয়াল গোল করেছেন। ১৯৩১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ৫৩০টি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল বলছে বিকান গোল করেছেন ৭৫৯টি।

‘পেলেকে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো’- এই রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গেই ভক্ত-সমর্থকরা ঝাঁপিয়ে পড়েছে টুইটারে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিচ্ছেন সমর্থকরা। রোনালদোরের জোড়া গোলে রোববার রাতে উদিনেসকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।

রোনালদোর রেকর্ডের দিনে লিওনেল মেসিও রেকর্ড গড়েছেন। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার হয়ে ৫০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি রোববার রাতে হুয়েস্কার বিপক্ষে। তবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ওটা ছিল তার ৭৫০তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচে কোনো গোল করতে পারেননি মেসি। তবে, ক্যারিয়ারে ২০০তম অ্যাসিস্ট করেছেন তিনি। তার অ্যাসিস্ট থেকে গোল করেছেন ফ্রাঙ্কি ডি জং এবং ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাই...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

শেখ হাসিনাসহ ৬১ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালতের নির্দেশে সাবেক প্রধা...

গুমের সঙ্গে জড়িতরা পার পাবে না

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের কোথাও গুমের সঙ্গ জড়িতরা পার পায়নি...

বাংলাদেশিদের পাঁচ দেশ ভ্রমণে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের ৫ দেশে যেতে চাওয়া বাংলাদেশিদের জন...

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ও...

কলম্বিয়ায় গেরিলা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার আনোরিতে ন্যাশনাল লিবারেশন আর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা